অনুরাগের ছোঁয়া না ফুলকি, TRP তালিকায় সেরা হল কে? রইল লেটেস্ট টিআরপি তালিকা

বাঙালি দর্শকদের কাছে বৃহস্পতিবার দিনটা খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ এই দিনেই গোটা সপ্তাহের Target Rating Point লিস্ট প্রকাশিত হয়। জি বাংলা হোক বা ষ্টার জলসা এই TRP লিস্টের ওপরেই বাংলা মেগা সিরিয়ালের আয়ু নির্ভর করে। ভালো হলে চলবে নাহলেই শেষের পথে যেতে হয় জনপ্রিয় সিরিয়ালদেরকেও। সম্প্রতি এসপ্তাহের টিআরপি তালিকা প্রকাশ্যে এসেছে।

প্রতিবারের মত এবারেও সেরার সেরা হয়ে তাক লাগিয়ে দিয়েছে অনুরাগের ছোঁয়া। বলার অপেক্ষা রাখে না ৮.৩ পেয়ে বেঙ্গল টপার ষ্টার জলসার অনুরাগের ছোঁয়া। এর ঠিক পরেই রয়েছে প্রতিদ্বন্দ্বী ফুলকি ও নিম ফুলের মধু। এই দুই ধারাবাহিকই জি বাংলার পর্দায় সম্প্রচারিত হয় আর দুজনেই ৭.৬ পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

অন্যদিকে গতবারে দ্বিতীয় হলেও এবারে তৃতীয় স্থানে চলে গিয়েছে জগদ্ধাত্রী। চার আর পাঁচে আছে মানালি দে অভিনীত কার কাছে কই মনের কথা ও অপরাজিতা আঢ্য এর জল থই থই ভালোবাসা। এই ছিল এসপ্তাহের সেরা পাঁচ। এছাড়া কারা ঠাঁই পেল সেরা দশে? নিচে সেই তালিকা দেওয়া রইল।

  • অনুরাগের ছোঁয়া – ৮.৩
  • নিম ফুলের মধু, ফুলকি – ৭.৬
  • জগদ্ধাত্রী – ৭.৫
  • কার কাছে কই মনের কথা – ৬.৯
  • জল থই থই ভালোবাসা – ৬.৫
  • Love বিয়ে আজকাল, রাঙা বৌ, তুঁতে – ৬.৪
  • সন্ধ্যাতারা, হরগৌরী পাইস হোটেল – ৬.২
  • তোমাদের রানী – ৫.৫
  • ইচ্ছে পুতুল – ৫.৪
  • বাংলা মিডিয়াম – ৫.৩

প্রসঙ্গত, এসপ্তাহেই খবর এসেছে একাধিক সিরিয়াল শেষ হওয়ার। একদিকে যেমন বাংলা মিডিয়াম সিরিয়াল শেষ হওয়ার খবর শোনা যাচ্ছে। তেমনি সোশ্যাল মিডিয়াতে আলোচনা চলছে হয়তো খেলনা বাড়ি সিরিয়ালটিও শেষ হয়ে যাবে। তবে খেলনা বাড়ি নিয়ে এপর্যন্ত অফিসিয়াল আপডেট আসেনি।