পাল্টে যাচ্ছে Birth Certificate! জন্ম প্রমাণপত্র নিয়ে বড় ঘোষণা মোদী সরকারের

Advertisement

Birth Certificate Rule Changed By Government: ভারতের কেন যেকোনও জায়গাতেই বার্থ সার্টিফিকেট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। কিন্তু যদি আপনার না করানো থাকে, তাহলে এই মাসের মধ্যে যত দ্রুত সম্ভব করে নিন। কারণ সূত্র থেকে খবর ভারতের জন্ম ও মৃত্যু রেজিস্ট্রেশন আইনটি, 1 অক্টোবর, 2023 থেকে, সারা দেশে কার্যকর করা হবে। এই নিয়মে জন্ম ও রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক।

ভারত সরকারএর নতুন করা আইনের উদেশ্য হলো জন্ম ও মৃত্যুর ক্ষেত্রে একটি জাতীয় ও রাজ্য-স্তরের ডাটাবেস তৈরি করা। এই নতুন আইনের ফলে বার্থ সার্টিফিকেটের মাধ্যমে কোনও ব্যক্তির জন্মের তারিখ ও জায়গার প্রমাণ পাওয়া যাবে। 1 অক্টোবরের পর জন্মানো সদ্যজাতদের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে।

Advertisement

এখন থেকে জন্ম শংসাপত্র স্কুলে ভর্তি, ড্রাইভিং লাইসেন্স তৈরি, ভোটার তালিকা তৈরি, রেজিস্ট্রি, সরকারি চাকরি, পাবলিক সেক্টরের নানা ক্ষেত্রে ও পাসপোর্ট তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হিসেবে গণ্য হবে। এছাড়াও, এই আইন দত্তক নেওয়ার প্রক্রিয়াকে সহজ করবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ Cast Certificate : বাতিল হয়ে যাবে কয়েক লক্ষ SC,ST, OBC কাস্ট সার্টিফিকেট, নতুন আইন ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, রেজিস্ট্রার জেনারেলের অফিস থেকে সম্প্রতি একটি বিবৃতি জারি করা হয়েছে, যাতে বলা হয়েছে যে, “জন্ম ও মৃত্যু রেজিস্ট্রেশন আইন 2023-এর, সেকশান 1-এর, সাব-সেকশান (2) দ্বারা, প্রদত্ত ক্ষমতার প্রয়োগে ( 2023-এর 20 তারিখ), কেন্দ্রীয় সরকার এতদ্বারা, 1 অক্টোবর, 2023 তারিখ থেকে, উক্ত আইনের সমস্ত বিধানগুলি কার্যকর করবে।”

Advertisement

বার্থ সার্টিফিকেট বা জন্মের শংসাপত্র (Birth Certificate) সাধারণত সদ্যোজাতের জন্মের 15- 21 দিনের মধ্যে সংগ্রহ করতে হয়। তবে বার্থ সার্টিফিকেট পেতে একটি নূন্যতম চার্জ হিসেবে 20 টাকা রেজিস্ট্রেশন ফি দিতে হয়। পরিবারের মনে রাখা উচিত, সদ্যোজাতের স্কুলে ভর্তির ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে বা কোনও সরকারি যোজনার সুবিধা পেতে বয়সের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট অত্যন্ত জরুরি।