৬০০০ টাকা পাবেন মহিলারা! কিভাবে আবেদন করবেন এই কেন্দ্রীয় সরকারি প্রকল্পে? রইল বিস্তারিত

Advertisement

বর্তমানে মহিলাদের জন্য কেন্দ্র সরকার নানানরকম প্রকল্প নিয়ে হাজির হয়েছেন। সেইসব প্রকল্পের সাহায্যে মহিলা জণগণ বেশ উপকৃত হচ্ছেন। আবারও কেন্দ্র সরকার মহিলাদের উন্নতির জন্য নিয়ে এল নয়া প্রকল্প। প্রকল্পের নাম মাতৃত্ব বন্দনা যোজনা। যার দ্বারা এবার উপকৃত হবে অন্তঃসত্ত্বা মহিলারা। জেনে নেওয়া যাক এই প্রকল্প সম্পর্কে। কীভাবে উপকৃত হবেন মহিলারা? রইল বিস্তারিত।

মাতৃত্ব বন্দনা যোজনা (Matritva Vandana Yojana) কী?

২০১৭ সালের ১ জানুয়ারি প্রধানমন্ত্রী এই প্রকল্পের সূচনা করেছিলেন। অন্তঃসত্ত্বা মহিলারা পাবেন এই প্রকল্পের সুবিধা। সরকারি এই প্রকল্পের আওতায় থাকা অন্তঃসত্ত্বা মহিলারা পাবেন ৬ হাজার টাকা।

Advertisement

এই প্রকল্পের উদ্দেশ্য কী ?

আর্থিক অবস্থা খারাপ থাকায়, অনেক হবু মা অপুষ্টিতে ভোগেন, তার ফলে যে সন্তান জন্মায় সেও অপুষ্টিতে ভোগে। আর তাই সরকারের পক্ষ থেকে তাদের আর্থিক সাহায্য দেওয়া হবে। শিশুর যত্ন ও তাকে রোগমুক্ত করার জন্যই সরকার এই টাকা প্রদান করবে।

কারা আবেদন করতে পারবেন?

যারা অন্তঃসত্ত্বা হয়েছেন এবং যারা সবেমাত্র সন্তান জন্ম দিয়েছেন, তারা প্রত্যেকেই আবেদন করতে পারবেন। তবে এই সুবিধা একবার পাওয়া যাবে, প্রথম সন্তানের জন্য, দ্বিতীয় সন্তানের জন্য নয়। মহিলাদের বয়স হতে হবে ১৯ বছর বা তারও বেশি। দিন মজুরের কর্মরত মহিলারাও এই টাকা পাবেন। কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের কর্মচারীরা এই টাকা পাবেন না।

Advertisement

আরও পড়ুনঃ Cast Certificate : বাতিল হয়ে যাবে কয়েক লক্ষ SC,ST, OBC কাস্ট সার্টিফিকেট, নতুন আইন ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

কীভাবে টাকা দেওয়া হবে?

অন্তঃসত্ত্বা মহিলাদের কিস্তির মাধ্যমে এই টাকা দেওয়া হবে। টাকা পাওয়ার তিনটে ধাপ রয়েছে, প্রথম ধাপে ( গর্ভবতী হওয়ার ১৫০ দিনের ভিতরে) ১০০০ টাকা, দ্বিতীয়তে (১৮০ দিনের ভিতরে) ২০০০ টাকা , আর তৃতীয়তে ( ডেলিভারি হবার পর এবং শিশুর টিকাকরণের পর) ২০০০ টাকা। এই টাকা সরাসরি অ্যাকাউন্টে চলে যাবে।

কীভাবে আবেদন করবেন?

এই প্রকল্প হবে অফলাইনের মাধ্যমে। নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে অন্তঃসত্ত্বা মহিলার আধার নাম্বার এবং ব্যাঙ্কের অ্যাকাউন্ট দিতে হবে। সেখান থেকে একটি কার্ড পাওয়া যাবে। এছাড়াও https://wcd.nic.in/schemes/pradhan-mantri-matri-vandana-yojona এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর্ম তুলে ফিল আপ করে অফিসে গিয়ে জমা দিয়ে আসতে পারেন।