রাজ্যবাসীর জন্য সুখবর, এই মাসে আবার পাবেন ফ্রি রেশন! দেখুন আপনার কার্ডে কত?

Advertisement

বছরের পর বছর বিনামূল্যে রেশন(Free Ration) পরিষেবা দিয়ে আসছেন সে কেন্দ্রসরকারই হোক অথবা রাজ্যসরকার, প্রত্যেকেই। ভারতবর্ষের প্রতিটি জনগণের কাছেই রেশন কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি নথি। শুধুমাত্র পরিচয়পত্র নয়, ভারটের নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের মুখের হাসির অন্যতম কারণও এই কার্ড। এই কার্ডের মাধ্যমে সরকার থেকে খাদ্য সামগ্রীর সুবিধা পেয়ে থাকেন অনেক মানুষ!

বর্তমানে কেন্দ্রীয় সরকার তথা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে দারিদ্রসীমার নীচে বসবাসকারী প্রতিটি মানুষের জন্য বিনামূল্যে রেশন সুবিধা দেয়া হয়ে থাকে। কোটি কোটি মানুষ সরকার থেকে বিনামূল্যে পাওয়া এই সমস্ত খাদ্য সামগ্রী দ্বারাই জীবন ধারণ করে থাকেন। আর এই কার্ডের মাধ্যমে চাল গম ছাড়াও আরও অনেক কিছু দেওয়া হয়ে থাকে।

Advertisement
 সম্প্রতি প্রকাশ করা হয়েছে এই নতুন তালিকা। এর মাধ্যমে উপকৃত হতে চলেছেন কোটি কোটি মানুষ। তবে আর দেরি না করে এখনই দেখে নিন কোন কার্ডে বরাদ্দ করা হয়েছে কত পরিমাণ রেশন সামগ্রী।

সূত্র অনুযায়ী বর্তমানে আমাদের রাজ্যে প্রায় ৯ কোটি মানুষের নামে রেশন কার্ড নথিভুক্ত আছে বলে দেখা গিয়েছে। আর তাদের মধ্যে অর্ধেকেরও বেশি মানুষ এই রেশন সামগ্রীর সুবিধা উপভোগ করে থাকেন। সেই সকল মানুষদের কথা চিন্তা করে এবার সেপ্টেম্বর মাসের রেশন সামগ্রীর বন্টন ব্যবস্থায় সরকারের তরফ থেকে করা হল কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন।

প্রতি মাসের শুরুতে প্রথমে কার্ড হোল্ডারদের তথ্য যাচাই করে দেখা হবে কে কত পরিমান খাদ্য শস্য পাওয়ার যোগ্য। সেই অনুযায়ী খাদ্য সামগ্রী বরাদ্দ করে পাঠানো হয় রেশন ডিলারদের কাছে।নির্দিষ্ট দিন অনুযায়ী মানুষজন তাদের নিকটবর্তী রেশন ডিলারের দোকানে গিয়ে সংগ্রহ করেন সেই সামগ্রী। সেপ্টেম্বর মাসেও প্রতিটি কার্ড হোল্ডার পিছু নির্দিষ্ট পরিমাণ রেশন সামগ্রী বরাদ্দ করা হয়ে গেছে সরকারের তরফে।

Advertisement
 বর্তমানে কেন্দ্রীয় সরকার তথা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে দেওয়া হয়ে থাকে দারিদ্রসীমার নীচে বসবাসকারী প্রতিটি মানুষের জন্য বিনামূল্যে রেশন সুবিধা। কোটি কোটি মানুষ সরকার থেকে বিনামূল্যে পাওয়া এই সমস্ত খাদ্য সামগ্রী দ্বারাই জীবন ধারণ করে থাকেন। আর এই কার্ডের মাধ্যমে চাল গম ছাড়াও আরও অনেক কিছু দেওয়া হয়ে থাকে।

কিন্তু কোন কার্ডে কত পরিমান জিনিস দেওয়া হবে। যাদের নামে PHH Ration Card আছে তাদের মাথাপিছু ১ কেজি ৯০০ গ্রাম আটা বা ২ কেজি গম এবং মাথাপিছু ৩ কেজি করে চাল দেওয়া হবে। SPHH Ration Card যে সমস্ত নাগরিকের SPHH Ration Card আছে তাদের‌ উদ্দেশ্যে জানানো হয়েছে যে এই কার্ডের রেশন সামগ্রী বন্টনে কোন রূপ পরিবর্তন করা হয়নি।

RKSY 1 Ration Card এই সমস্ত কার্ড হোল্ডারদের জন্য মাথাপিছু ৫ কেজি করে চাল বরাদ্দ করা হয়েছে সরকার থেকে। অন্য আর কোন সামগ্রী দেওয়া হবে না এদের। RKSY 2 Ration Card RKSY 2 ক্যাটাগরির Ration Card হোল্ডারদের মাথাপিছু ২ কেজি করে চাল দেওয়া হবে।