পুজোর আগেই বাম্পার খবর! লাফ মেরে বেতন বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের

Advertisement

পুজোর আগেই দারুন খুশির খবর কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Central Govt Employee)। বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোর আগেই বাড়ছে বেতন (Salary)। হ্যাঁ বোনাস (Puja Bonus) তো মিলবেই সাথে মিলবে অতিরিক্ত বেতন। খবর প্রকাশ্যে আসতেই খুশির জোয়ার সরকারি কর্মচারীদের মধ্যে। কিন্তু যে রিপোর্ট সামনে এসেছে তাতে কতটা সম্ভাবনা বেতন বৃদ্ধির? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৪২ শতাংশ হরে ডিএ (DA) পান। কিন্তু ডিএ বৃদ্ধি হল কতটা বাড়বে এই পরিমাণ? জানা যাচ্ছে ৩-৪ শতাংশ বৃদ্ধি হতে পারে। অর্থাৎ ৪৫-৪৬ শতাংশ হারে মিলবে ডিএ। ঠিক কতটা বাড়বে সেটা এই মুহূর্তে নিশ্চিত না হলেও, বেতন যে বাড়ছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই।

Advertisement

আরও পড়ুনঃ ৬০০০ টাকা পাবেন মহিলারা! কিভাবে আবেদন করবেন এই কেন্দ্রীয় সরকারি প্রকল্পে? রইল বিস্তারিত

এবার প্রশ্ন কোন মাস থেকে মিলবে বর্ধিত হারের DA? এর উত্তরে যেন যাচ্ছে সরকারের তরফ থেকে অক্টবর বা নভেম্বরের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে। যদি অক্টবরে সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে পুজোতে নাহলে দীপাবলির আগেই বেড়ে যাবে বেতন।

প্রসঙ্গত, বর্তমানে যে হারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে চলেছে তা সত্যিই চিন্তার বিষয়। মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত সকলের ভাঁজ লক্ষ্যণীয়। তাই মূল্যবৃদ্ধির বাজারে ডিএ বাড়লে যে কিছুটা সুরাহা হবে তা নিশ্চিত। কিন্তু সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি হলেও প্রাইভেট বা অসংযোজিত মানুষদের ক্ষেত্রে কিন্তু মূল্যবৃদ্ধি আগামী দিনে বিভীষিকার মতোই থাকবে।

Advertisement