PNB গ্রাহকদের জন্য দারুন সুখবর, বাড়ছে সুদের হার সাথে ফ্রীতে মিলবে একাধিক সুবিধা

Advertisement

আপনার কি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে (PNB) অ্যাকাউন্ট আছে? তাহলে আপনার জন্য রইল দারুন সুখবর। হ্যাঁ ঠিকই দেখছেন। কি সুখবর? ফিক্সড ডিপোজিট স্কীমে সদর হার বাড়ছে PNB ব্যাংকে। শুধু তাই নয় সাথে একাধিক নতুন সুবিধা পেতে চলেছেন পিএনবি অ্যাকাউন্ট হোল্ডারেরা। আজ আপনাদের এই প্রতিবেদনে সেই সম্পর্কেই বিস্তারিত জানাবো।

PNB Interest Rates

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের RD, FD থেকে শুরু করে একাধিক সঞ্চয়ী প্রকল্পের সুবিধা মেলে। বহু মানুষ সঞ্চয়ের জন্য এই প্রকল্পগুলি ব্যবহার করেন। সরকারি ব্যাংক হওয়ায় এতে গ্যারেন্টিড ভালো রিটার্ন পাওয়া যায়। তবে সম্প্রতি PNB এর বিভিন্ন সঞ্চয়ী প্রকল্পে সুদের হার কিছুটা পরিবর্তন হয়েছে। চলুন দেখে নেওয়া যাক সেগুলি।

Advertisement

১লা সেটেম্বর থেকেই এই পরিবর্তন এসেছে। বর্তমানে আপনি যদি ৭ দিন থেকে ১০ বছরের জন্য ফিক্সড ডিপোজিট করেন সেক্ষেত্রে ৬% থেকে শুরু করে ৭% পর্যন্ত সুদের হার পাওয়া যাবে। ইতিমধ্যেই PNB এর অফিসিয়াল ওয়েবসাইটে এই সম্পর্কিত তথ্য প্রকাশিত হয়েছে।

আরও পড়ুনঃ FD Ineterest : ব্যাঙ্ক নাকি পোস্ট অফিস, কোথায় টাকা রাখলে পাবেন বেশি সুদ? জেনে নিন

২ কোটি টাকার বেশি অঙ্কের ক্ষেত্রে ৭-১৪ দিনের জন্য ও ১৫-২৯দিনের জন্য সুদের হার ৬% ধার্য করা হয়েছে। এছাড়া ৩০-৪৫ দিন বা ৪৬-৬০ দিনের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রেও ৬% সুদ পাওয়া যাবে। তবে ৯০ দিনের বেশি ও ১৮০ দিনের কম হলে ৬.৫% হারে সুদ পাওয়া যাবে।

Advertisement

৬ মাসের ফিক্সড ডিপোজিটের অন্য অর্থাৎ ১৮০-৩৬৫ দিনের FD এর ক্ষেত্রেও ৬.৫% সুদ দেওয়া হবে। তবে ১ বছর বা তার অধিক হলে সুদের হার ৭% পাওয়া যাবে। কিন্তু ২-৩ বছরের ক্ষেত্রে ৬.৫% ও ৩-৫ বছরের ক্ষেত্রে ৬.২৫% সুর মিলবে। এছাড়াও কেউ যদি ৫ বছরের অধিক সময়ের জন্য FD করতে চান তাহলে ৫.৬০% হারে প্রতিবছর সুদ মিলবে।