বিশ্ববিদ্যালয়ে নন টিচিং স্টাফ নিয়োগ, বেতন – ৫৭,৭০০ টাকা পর্যন্ত, জেনে নিন আবেদনের পদ্ধতি

Advertisement

রাজ্যের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি। সম্প্রতি এই বিশ্ববিদ্যালয়ে নতুন নিয়োগের একটি বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। যেখানে স্নাতক হলেই আবেদন করা যাবে। কিভাবে আবেদন করতে হবে, আবেদনের শেষ তারিখ থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা ও বয়সের শিমা সমস্ত কিছু এই প্রতিবেদনে তুলে ধরা হল।

যেমনটা জানা যাচ্ছে, কোনো একটি পদে নয় বরং একাধিক পদে নিয়োগ করা হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং হল Employment No.- 01(09/2023/NON-TEACHING)। চলুন এবার কোন পদের জন্য কি যোগ্যতা প্রয়োজন ও কত বেতন সহ আরও তথ্য জেনে নেওয়া যাক।

Advertisement

কোন কোন পদে নিয়োগ হবে?

যেমনটা জানা যাচ্ছে মোট তিনটি পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেগুলি হলঃ

১. অফিস অ্যাসিস্টান্ট
২. অ্যাকাউন্ট অফিসার
৩. অ্যাসিস্টেন্ট রেজিস্টার

Advertisement

শিক্ষাগত যোগ্যতাঃ

অফিস অ্যাসিস্টেন্ট পদের জন্য প্রার্থীকে যে ডিপার্টমেন্টে আবেদন করছেন সেই সম্পর্কিত কোনো একটি বিষয়ে স্নাতক হতে হবে। এক্ষত্রে যদি আগে কোনো কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

অ্যাকাউন্ট অফিসার পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে B.Com পাশ করে থাকতে হবে। তবে এক্ষেত্রেও আগে কোনো কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

অ্যাকাউন্ট রেজিস্টার পদের জন্য যে ডিপার্টমেন্টে আবেদন করবেন সেই সম্পর্কিত বিষয়ে স্নাতক হয়ে থাকতে হবে। এবং ৫৫ % নম্বর সহ স্নাতকোত্তর পাশ করে থাকতে হবে। এই পদের জন্যও পূর্বে চাকরির অভিজ্ঞতা থাকলে ভালো হয়।

আরও পড়ুনঃ Free Dialisys : বিনামূল্যে মিলবে ডায়ালিসিস! রাজবাসীর কথা ভেবে বড় ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার

বেতনঃ

অফিস অ্যাসিস্টেন্ট পদের জন্য ২২,৬০০ টাকা। অ্যাকাউন্ট অফিসার পদের জন্য ৬৫,১০০ টাকা ও অ্যাকাউন্ট রেজিস্টার পদের জন্য ৫৭,৭০০ বেতন দেওয়া হবে।

কিভাবে আবেদন করবেন?

সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটিতে নন টিচিং স্টাফের জন্য আপনি যদি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাকে অনলাইনের অ্যাপ্লাই করতে হবে। আবেদনের শেষ তারিখ ২৪শে সেপ্টেম্বর। এরপর আবেদনের হার্ড কপি বিশ্ব বিদ্যালয়ের ঠিকানায়পাঠিয়ে দিতে হবে। অনলাইনে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট ও নিয়োগ সংক্রান্ত বিজ্ঞাপনের লিংক নিচে দেওয়া রইল।

অফিসিয়াল ওয়েবসাইট : এখানে ক্লিক করুন

অফিসিয়াল নিয়োগের বিজ্ঞপ্তি : অফিসিয়াল বিজ্ঞপ্তির লিঙ্ক

আবেদন পত্র পাঠানোর ঠিকানাঃ The Register, St. Xavier’s University, Kolkata Premises No. IIIB – 1, Action Area IIB P.S. Techno City, Kolkata 700 160