সকাল হলেই ঢুকবে ১০,০০০, এই শ্রেণীর ছাত্রছাত্রীদের সুখবর দিল পশ্চিমবঙ্গ সরকার

Advertisement

আগামী ৫ ই সেপ্টেম্বর তরুণ শিক্ষার্থীদের হাতে ১০ হাজার টাকা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। এযাবৎ অনেকও প্রকল্পের মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রী শিক্ষার্থীদের পাশে থেকেছেন। এবারেও তার অন্যথা হবেনা। সেই ঘোষণা নিয়েই আজ চলে এসেছি আপনাদের কাছে। নিশ্চই ভাবছেন এই টাকা কিসের জন্য আর কাদের প্রদান করা হবে? তাহলে আসুন সবিস্তারে জেনে নেওয়া যাক আসলে কি কারণে এই টাকা প্রদান করতে চলেছেন মুখ্যমন্ত্রী।

পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা সংস্কার প্রকল্প হিসেবে চালু হয় তরুনের স্বপ্ন প্রকল্প। বিগত ২০২১ সাল থেকে এই প্রকল্প শুরু করা হয়। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল শিক্ষার্থীদের প্রযুক্তির সাথে সংযোগ স্থাপনে সহায়তা করা। গত ২০২০ সাল থেকে শিক্ষায় প্রযুক্তির সংযোগ যে কতটা গুরুত্বপূর্ণ তা উপলব্ধি করেছে সকলেই।

Advertisement

আর সেই কারণেই সরকারের তরফে এই প্রকল্প চালু করা হয়েছিল। যাতে আর্থিক ভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের অর্থের অভাবে শিক্ষায় কোনো ত্রুটি বা ছেদ না পরে। এই প্রকল্পের আওতায় সরকার থেকে ট্যাবলেট, স্মার্টফোন, কম্পিউটার ইত্যাদি কেনার জন্য একটি নির্দিষ্ট অংকের টাকা ধার্য করা হয়ে থাকে।

আরও পড়ুনঃ নতুন কানেকশন থেকে বিদ্যুতের বিল মাফ! রাজ্যবাসীর জন্য পুজোর আগেই বড় ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার

তবে এই টাকা সকল ছাত্রছাত্রী পাবেনা। বাছাই করা পড়ুয়ারা পাবে এই প্রকল্পের অনুদান। যে সমস্ত পড়ুয়ারা বোর্ড পরীক্ষায় বসবে তাদের প্রস্তুতিতে সাহায্য করার উদ্দেশ্যেই এই উদ্দ্যোগ। স্কুল বা মাদ্রাসায় পাঠরত দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারাই এই প্রকল্পের আওতায় ধার্য অর্থ অর্থাৎ ১০,০০০ টাকা পেতে পারে। তবে এই প্রকল্পের জন্য সকলে আবেদন করতে পারবেনা। কিছু শর্ত আছে এই প্রকল্পের।

Advertisement

তরুণ স্বপ্ন প্রকল্পের টাকা পেতে গেলে যে শিক্ষার্থী আবেদন করবে, তার পারিবারিক বার্ষিক আয় ২,০০,০০০/- টাকার নিচে হতে হবে। এটি পশ্চিমবঙ্গ সরকারের এককালীন অনুদান। এই প্রকল্পের আওতায় এখনও পর্যন্ত ৮ লক্ষেরও বেশি পড়ুয়াকে সরকার এই সহায়তা প্রদান করেছে। যা দিয়ে শিক্ষার্থীরা ট্যাবলেট, স্মার্টফোন, কম্পিউটার ইত্যাদির মাধ্যমে নিজেদের প্রযুক্তিগত দিক থেকে আপডেট করতে পেরেছে।