আরও বাড়বে খরচ, বন্ধই হবে যাবে Cable TV ! মুখ্যমন্ত্রীর মন্তব্যে শুরু জল্পনা

হাতে স্মর্টফোন থাকলেও বিনোদনের সেরা মাধ্যম কি প্রশ্ন করা হল উত্তর আসবে টেলিভিশন। আর টেলিভিশনে কেবল কানেকশন (Cable TV) নেই এমন মানুষের সংখ্যা নিতান্তই হাতেগোনা। দেশের বেশিরভাগ মানুষই কেবল টিভি দেখেন। আপনিও কি তাদের মধ্যে একজন? তাহলে সম্প্রতি করা মুখ্যমন্ত্রীর মন্তব্য আপনার কপালেও চিন্তার ভাঁজ এনে দিতে পারে।

আসলে যতদিন যাচ্ছে ততই কেবল টিভির বদলে D2H পরিষেবার দিকে ঝুঁকছেন মানুষ। সেই কারণেই ব্যবসা বাড়ছে Tata Sky, Videokon, Airtel এর মত একাধিক ডিস টিভি পরিষেবাগুলির। তাছাড়া শহরের দিকে OTT প্ল্যাটফর্মের চাহিদাও বাড়ছে হু হু করে। সব মিলিয়ে এবার কেবল টিভি অপারেটররা পড়তে চলেছেন মহাবিপদে। সেই কারণেই বন্ধ হয়ে যেতে পারে Cable TV সার্ভিস।

Cable TV Service might end soon

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য এই দিকেই ইঙ্গিত করছে! মুখ্যমন্ত্রীর আশংকা খুব শীঘ্রই কেবল টিভি পরিষেবা বন্ধ করে দিতে পারে কেন্দ্রীয় সরকার। যার ফলে টিভি দেখার খরচ বর্তমানের তুলনায় অনেকটাই বেড়ে যাবে বলে আশঙ্কা।

আরও পড়ুনঃ বাতিল হল প্রায় ১২ কোটি প্যান কার্ড! আপনিও নেই তো তালিকায়? আজই জানুন বিস্তারিত

৩০ নভেম্বর ২০২২ তারিখে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের তরফ থেকে নৃদেশিক জারি করা হয়। মাল্টি সিস্টেম অপারেটরেরা যে সমস্ত চ্যানেল প্রোভাইড করছেন তা প্লাটফর্ম সার্ভিসের আওতায় আনতে হবে। যার জন্য রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। নাহলে বন্ধ হয়ে যাবে কেবল সার্ভিস।

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগের সুর তুলেছেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। সরকার চাইছে কেবল টিভির সার্ভিস বন্ধ করে দিতে। এই জন্য নাকি এমন নির্দেশক জারি করা হয়েছে। সেক্ষেত্রে যারা কেবল টিভি সার্ভিসে কাজ করে তাদের কি হবে? এই প্রশ্ন থেকেই যাচ্ছে।