পুজোর আগে দারুন খবর, এই ৩ প্রকল্পে ৫০০ টাকা ভাতা বাড়ালেন মুখমন্ত্রী

Advertisement

পুজোর আগেই রাজ্যবাসীকে সুখবর দিলেন মুখমন্ত্রী (CM)। জানা যাচ্ছে একাধিক সরকারি প্রকল্পে (Govt Scheme) ভাতার টাকার পরিমাণ একধাক্কায় ৫০০ টাকা করে বাড়িয়ে দেওয়ার ঘোষণা করেছেন তিনি। যেটা স্বাভাবিকভাবেই মূল্যবৃদ্ধির সময় কিছুটা হলেও স্বস্তি যোগাবে নিম্ন ও মধ্যবিত্তের মুখে। শুধু তাই নয়, রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ৫লক্ষ টাকা পর্যন্ত ঋণের ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু প্রশ হচ্ছে কোন কোন প্রকল্পে আর কবে থেকে বাড়বে এই টাকার অঙ্ক? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

সম্প্রতি নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এক সরকারি অনুষ্ঠানে একাধিক ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। যেখানে রাজ্যের একাধিক প্রকল্পের কথা সম্পর্কে তিনি জানান। উদাহরণ স্বরূপ রাজ্যবাসীদের জন্য সরকারের তরফ থেকে কন্যাশ্রী, রুপশ্রী, বিধভা ভাতা, প্রতিবন্ধী ভাতা, স্বাস্থ্য সাথী, খাদ্য সাথী, লক্ষ্মীর ভাণ্ডার, কিষান ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ড এর মত একাধিক প্রকল্প রয়েছে যার দরুন আর্থিক সাহায্য পান লক্ষ লক্ষ মানুষ।

Advertisement

তবে এবারের ঘোষণায় যে তিন প্রকল্পে টাকা বাড়ানোর কথা জানানো হয়েছে সেগুলি হল পুরোহিত ভাতা (Purohit Vata), ইমাম ভাতা (Imam Vata) ও মোয়াজ্জেম ভাতা (Moyajjem Vata)। এই প্রকল্পগুলিতে ভাতার অঙ্ক ৫০০ টাকা করে বাড়িয়ে দেওয়া হবে। তবে ঘোষণা এখানেই শেষ নয়! সংখ্যালঘু সম্প্রদায়ের জন্যও রয়েছে একটি দারুন সুখবর।

মুখ্যমন্ত্রী এদিন জানান, দেশের মধ্যে সর্বোচ্চ সংখ্যক সংখ্যা লঘু স্কলারশিপ (Minority Scholarship Aikyashree) দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষদের জন্য আমরা অনেক লড়াই করেছি ও সরকারি প্রকল্প চালু করেছি। আগামী দিনেও এভাবেই যথাসম্ভব সাহায্য করা হবে।

Advertisement

প্রসঙ্গত, ৫০০টাকা ভাতা বৃদ্ধির ফলে পুরোহিত ভাতা বেড়ে ৩০০০টাকা হয়েছে। একই সাথে মোয়াজ্জেম ভাতা ও ইমাম ভাতা হয়েছে ১৫০০ টাকা করে। তবে, এই বৃদ্ধির ঘোষণা হওয়ার পর থেকে বাকি প্রকল্পে টাকা বাড়ানোর জন্য আবেদন জমা পড়তে শুরু করেছে ইতিমধ্যেই। এখন অপেক্ষা পরবর্তী ঘোষণায় অন্য প্রকল্পের টাকা বৃদ্ধি করা হয় কি না সেটা দেখার।