নতুন কানেকশন থেকে বিদ্যুতের বিল মাফ! রাজ্যবাসীর জন্য পুজোর আগেই বড় ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার

Advertisement

পশ্চিমবঙ্গবাসীর (West Bengal) জন্য পুজোর আগেই সুখবর দিল রাজ্য সরকার (State Government)। এবছরে অন্য বছরের তুলনায় অনেকটাই বেশ গরম পড়েছে। শুধু তাই নয়, যেহারে বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে তাতে একপ্রকার নাজেহাল দশা সাধারণ মানুষের। এদিকে কারেন্ট থাকলেও মাসের শেষে বিদ্যুতের বিল (Electric Bill) দেখে চক্ষু চড়ক গাছ হওয়ার অবস্থা। তবে আর নয় এবার বিদ্যুতের বিল নিয়ে নয়া ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)

প্রথমেই বলি যারা নতুন ইলেকট্রিক মিটার কানেকশন নিতে চাইছেন তাদের জন্য কাজ অনেকটাই সহজ করে দেওয়া হয়েছে। প্রথমেই আপনাদের নিকটবর্তী রাজ্য বিদ্যুৎ দফতর থেকে ফর্ম নিয়ে সেটা ফিলাপ করে আবেদন করতে হবে। এরপর আবেদনের ৩ দিনের মধ্যেই পর্যবেক্ষণ সম্পন্ন করে আপনাকে কোটেশনের অঙ্ক জানাতে হবে।

Advertisement
WBSEDCl Bills

কোটেশন জমা দেওয়ার পর থেকে ৪ দিনের মধ্যেই নতুন কানেকশন করে দেওয়া হবে। সর্বমোট ৭ দিনের মধ্যেই নতুন কানেকশন পেয়ে যাবেন নতুন গ্রাহকেরা। আগেই এই সমস্ত প্রক্রিয়া মিটতে অনেক বেশি সময় লাগত, তবে এবার অতি দ্রুততার সাথেই সেটা সম্পন্ন করা হবে। এবার আসা যাক বিদ্যুতের বিল মুকুবের ঘোষণায়।

আরও পড়ুনঃ দুই ব্যাঙ্কের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল RBI, আপনার অ্যাকাউন্ট নেই তো?

এমন অনেক মানুষ রয়েছেন যাদের বিদ্যুতের বিল বহুদিন ধরে বকেয়া পরে রয়েছে। এবার সেই সমস্ত মানুষের মুখে হাসি ফোটানোর জন্য বদ্ধপরিকর সরকার। যে সমস্ত ঘরোয়া বা ডোমেস্টিক বিদ্যুতের বিল বাকি তাঁর ৩১.১২.২০১৮ পর্যন্ত বকেয়া বিল মাত্র ৫০% দিলেই বাকি ৫০% সরকার মুকুব করে দেবে। এছাড়াও ডিপ টিউবয়েল, আর এই আই গ্রাহকদের ক্ষেত্রেও এই স্কিম প্রযোজ্য।

Advertisement

এই ৫০% বিল মুকুবের সুবিধা পেতে হলে উপভোক্তাকে রাজ্য সরকারের আয়োজিত দুয়ারে সরকারের ক্যাম্পে আবেদন করতে হবে। তাহলেই সমাধান হবে। আশা করা হচ্ছে, এই সুযোগের ফলে অনেকেই বিদ্যুতের বিল মেটাতে পেরে কিছুটা স্বস্তি পাবেন।